জেতার জন্যই খেলবে – ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার দিয়ে টেস্ট সিরিজ শুরু করে বাংলাদেশ। এবার দলটির সামনে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য। দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল ২৯ অক্টোবর চট্টগ্রামের সাগরিকায়।
চট্টগ্রামে জেতার জন্যই খেলবে বাংলাদেশ
সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তাইজুল জানান, ‘আমাদের টার্গেট একটাই থাকবে, আমরা জেতার জন্য খেলব। ম্যাচটা হলে বোঝা যাবে। টিম হয়ে খেলার লক্ষ্য থাকবে ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে। আমরা চেষ্টা করব জেতার জন্য।’
সম্প্রতি বাংলাদেশে বোলিং বিভাগটা তুলনামূলক ভালো করলেও ব্যাটিং বিভাগ তেমন পারফরম্যান্স দেখাতে পারছে না। তাইজুলের আশা, ব্যাটাররাও যেন সমানভাবে অবদান রাখেন। তিনি বলেন, ‘প্রত্যেকটা ম্যাচ আসা মানেই আরেকটা অপরচুনিটি। সেদিক থেকে মনে হয় অপরচুনিটি ব্যাটারদের সামনে আসছে। আসলে সত্যি বলতে কি, টিম পারফরম্যান্স হচ্ছে না, ইনডিভিজুয়ালি, একেকদিন একেকজন ভালো খেলছে। আমরা টিম হিসেবে যদি একটা দুইটা পার্টনারশিপ দিতে পারি। আমরা সকলে কঠোর পরিশ্রম করছি, চেষ্টা করছে, সাম হাউ হচ্ছে না। আমরা চেষ্টা করছি ভালো করার।’
আরও পড়ুন…