আনোয়ারা ইউনিয়ন | আনোয়ারা উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

আনোয়ারা বাংলাদেশের চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। আনোয়ারা ইউনিয়নের আয়তন ১,৮৭১ একর (৭.৫৭ বর্গ কিলোমিটার)। এটি আনোয়ারা উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী আনোয়ারা ইউনিয়নের মোট জনসংখ্যা ১০,২৬০ জন। এর মধ্যে পুরুষ ৫,১১৪ জন এবং মহিলা ৫,১৪৬ জন। মোট পরিবার ২,১৭১টি।

আনোয়ারা উপজেলার মধ্যভাগে আনোয়ারা ইউনিয়নের অবস্থান। আনোয়ারা উপজেলা সদর এ ইউনিয়নে অবস্থিত। এ ইউনিয়নের পূর্বে হাইলধর ইউনিয়ন, উত্তরে চাতরী ইউনিয়ন, পশ্চিমে চাতরী ইউনিয়ন ও বারখাইন ইউনিয়ন এবং দক্ষিণে বারখাইন ইউনিয়ন অবস্থিত।

 

আনোয়ারা ইউনিয়ন | আনোয়ারা উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

আনোয়ারা ইউনিয়ন | আনোয়ারা উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

আনোয়ারা-ইউনিয়ন আনোয়ারা উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আনোয়ারা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  1. খিলপাড়া
  2. বোয়ালগাঁও
  3. ধানপুরা
  4. আনোয়ারা
  5. বিলপুর

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আনোয়ারা ইউনিয়নের সাক্ষরতার হার ৬৯%। এ ইউনিয়নে ১টি সরকারি কলেজ, ১টি ফাজিল মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

কলেজ
  1. আনোয়ারা সরকারি কলেজ
মাদ্রাসা[৪]
  1. পশ্চিমচাল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়[৫]
  1. আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়
  2. আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  1. আনোয়ারা অগ্রযাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. আনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. আনোয়ারা সরস্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. খিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. ধানপুর বোয়ালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
  6. বিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

আনোয়ারা-ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-আনোয়ারা সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। আনোয়ারা-ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ইছামতি খাল।আনোয়ারা-ইউনিয়নের প্রধান হাট/বাজার হল আনোয়ারা জয়কালী বাজার।

 

আনোয়ারা ইউনিয়ন | আনোয়ারা উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

আরও দেখুনঃ 

বারশত ইউনিয়ন | আনোয়ারা উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

আনোয়ারা ইউনিয়ন | আনোয়ারা উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

Leave a Comment