সীতাকুণ্ডে ১৮ মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার,চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকার ত্রাস হিসেবে পরিচিত ১৮ মামলার আসামি জাহাঙ্গীর আলম ওরফে গিট্টু জাহাঙ্গীরকে (৪০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

সীতাকুণ্ডে ১৮ মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার
জাহাঙ্গীর চাঁদপুরের হাজীগঞ্জ থানার নোয়াপাড়া গ্রামের মৃত মো. আলীর ছেলে। তিনি জঙ্গল সলিমপুর ছয় নম্বর সমাজে বসবাস করতেন।
রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
র্যাব কর্মকর্তা মো. নূরুল আবছার জানান, শনিবার (২৪ ডিসেম্বর) রাতে জঙ্গল ছলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় এসবিবিএল ও চার রাউন্ড কার্তুজ জব্দ করা হয়েছে।

অবৈধ অস্ত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে ছিন্নমূল জঙ্গল ছলিমপুর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাসহ হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছিল গ্রেফতার জাহাঙ্গীর। সরকারি পাহাড় কেটে প্লট তৈরি করে বিক্রিসহ নানা অপরাধে জড়িত সে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

আরো পড়ুন :
