চট্টগ্রাম থেকে প্রধান আসামীসহ গ্রেফতার ২

প্রধান আসামীসহ গ্রেফতার ২ – কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার হাতকড়াসহ পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই মামলার প্রধান আসামী মোঃ হাফিজুল ইসলামসহ দু্ইজনকে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

 

চট্টগ্রাম থেকে প্রধান আসামীসহ গ্রেফতার ২

 

র‍্যাব জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন দামপাড়া মসজিদ গলি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গত ৫ জানুয়ারি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানা পুলিশ ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে মোঃ হাফিজুল ইসলাম ও তার স্ত্রী সমেলা বেগমকে দেড় হাজার ইয়াবাসহ পুলিশ আটক করে।

আটককৃত আসামীদের নিয়ে থানা আসার সময় চর ভুরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট বাজার জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপর পৌঁছালে গ্রেফতারকৃত আসামীদের পরিবারের সদস্য এবং অজ্ঞাতনামা ৭০/৮০ জন ব্যক্তি পুলিশের উপর আক্রমণ করে হাতকড়াসহ গ্রেফতারকৃত আসামীদের ছিনতাই করে নিয়ে যায়।পরবর্তীতে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

র‍্যাব আরও জানায়,  গ্রেফতারকৃত আসামীরা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলো।

 

আরও পড়ুন…

Leave a Comment