হাতিয়ে নেন লাখ টাকা এসএসসির ভুয়া প্রশ্ন বিক্রি করে,চট্টগ্রামে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।

হাতিয়ে নেন লাখ টাকা এসএসসির ভুয়া প্রশ্ন বিক্রি করে
বৃহস্পতিবার রাত ১টার দিকে নগরীর বাকলিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে এ তথ্য জানায় র্যাব-৭। তাদের বাকলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
গ্রেফতাররা হলেন কক্সবাজারের মোখলেছুর রহমানের ছেলে আহমেদ রেজা খান রিজভী (২০), চট্টগ্রামের মো. ছাবের আহমেদের ছেলে মো. রিফাত (২৩) এবং আনোয়ারার আবদুল কালামের ছেলে মো. আরমান (২২)।
এরমধ্যে রেজা খান রিজভী বিবিরহাট এলাকার একটি মাদরাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র। অন্য দুজন পটিয়ার একটি স্থানীয় কলেজের অনার্স রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী।

র্যাব জানায়, গ্রেফতার রেজা খান ২০২৩ সালের চলমান এসএসসি পরীক্ষার জাল প্রশ্নপত্র তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। তিনি এই চক্রের প্রধান। ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা প্রতারণা করেন।
র্যাব আরও জানায়, এর আগে গ্রেফতাররা বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করে মোবাইলে বা ল্যাপটপে এডিট করে ফেসবুকের মাধ্যমে শিক্ষার্থীদের দিতেন।
বিকাশ একাউন্টে প্রশ্নপত্র জালিয়াতির টাকার ট্রানজেকশন সংক্রান্ত তথ্য পাওয়া গেছে বলে জানায় র্যাব। গ্রেফতাররা ২০২২ সালেও একই ধরনের প্রতারণা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

আরও পড়ুন:
