কাথরিয়া ইউনিয়ন | বাঁশখালী উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

কাথরিয়া ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। কাথরিয়া-ইউনিয়নের আয়তন ২,৭১০ একর (১০.৯৭ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কাথরিয়া-ইউনিয়নের মোট জনসংখ্যা ২০,৮৬৬ জন। এর মধ্যে পুরুষ ৯,৮৫৫ জন এবং মহিলা ১১,০১১ জন। মোট পরিবার ৩,৭৮২টি। বাঁশখালী উপজেলার মধ্যাংশে কাথরিয়া-ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে বাহারছড়া ইউনিয়ন, পূর্বে কালীপুর ইউনিয়ন ও বৈলছড়ি ইউনিয়ন, দক্ষিণে সরল ইউনিয়ন এবং পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত।

 

কাথরিয়া ইউনিয়ন | বাঁশখালী উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

কাথরিয়া ইউনিয়ন | বাঁশখালী উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

কাথরিয়া ইউনিয়ন বাঁশখালী উপজেলার আওতাধীন ৬নং (ক) ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঁশখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৬ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  1. হালিয়াপাড়া
  2. বাগমারা
  3. মানিকপাঠান
  4. কাথরিয়া
  5. পূর্ব কাথরিয়া
  6. বরইতলী

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কাথরিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৩২.২%। এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

মাধ্যমিক বিদ্যালয়
  1. কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়
মাদ্রাসা
  1. বাগমারা অলি শাহ (রহ.) সুন্নিয়া দাখিল মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
  1. কোটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. পূর্ব কাথরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. পূর্ব বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  6. মধ্য কাথরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  7. মানিকপাঠান সরকারি প্রাথমিক বিদ্যালয়
  8. হালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

কাথরিয়া-ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক বৈলছড়ি-কাথরিয়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। কাথরিয়া ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে চলেছে জলকদর খাল।

 

কাথরিয়া ইউনিয়ন | বাঁশখালী উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

আরও দেখুনঃ 

দাঁতমারা ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

 

কাথরিয়া ইউনিয়ন | বাঁশখালী উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

1 thought on “কাথরিয়া ইউনিয়ন | বাঁশখালী উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ”

Leave a Comment