কালীপুর ইউনিয়ন | বাঁশখালী উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

কালীপুর ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। কালীপুর-ইউনিয়নের আয়তন ৫,৬৯৪ একর (২৩.০৪ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কালীপুর-ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৩,৫৩৪ জন। এর মধ্যে পুরুষ ১৬,৬৯১ জন এবং মহিলা ১৬,৮৪৩ জন। মোট পরিবার ৬,৮৬৭টি। বাঁশখালী উপজেলার মধ্যাংশে কালীপুর-ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৮ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে সাধনপুর ইউনিয়ন, পশ্চিমে বাহারছড়া ইউনিয়ন ও কাথরিয়া ইউনিয়ন, দক্ষিণে বৈলছড়ি ইউনিয়ন এবং পূর্বে সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়ন ও এওচিয়া ইউনিয়ন অবস্থিত।

 

কালীপুর ইউনিয়ন | বাঁশখালী উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

কালীপুর ইউনিয়ন | বাঁশখালী উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

কালীপুর-ইউনিয়ন বাঁশখালী উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঁশখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৬ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  1. কালীপুর
  2. জঙ্গল কালীপুর
  3. কোকদণ্ডী
  4. জঙ্গল কোকদন্ডী
  5. গুনাগরী
  6. জঙ্গল গুনাগরী
  7. পালেগ্রাম

একটি রামদাশ মুন্সি হাট কাঁচা বাজারে অবস্থিত ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কালীপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৪৬.৮%। এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ২টি আলিম মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

কলেজ
  1. বাঁশখালী ডিগ্রী কলেজ
মাদ্রাসা
  1. আহমদিয়া ডলম পীর (রহ.) আলিম মাদ্রাসা
  2. পালেগ্রাম হাকিম মিয়া শাহ আলিম মাদ্রাসা
  3. কোকদণ্ডী ইসলামিয়া দাখিল মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়
  1. কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়
  2. কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়
  3. নাসেরা খাতুন আর কে বালিকা উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  1. কালীপুর আলী নকী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. কালীপুর নাসেরা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. কোকদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. পশ্চিম গুনাগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  6. পালেগ্রাম কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  7. পূর্ব কোকদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  8. পূর্ব গুনাগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  9. বাশঁখালী কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়

 

কালীপুর ইউনিয়ন | বাঁশখালী উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

কালীপুর ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থা

০১। চট্টগ্রাম পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়ক

০২। বাঁশখালী-সাতকানিয়া সড়ক এই ইউনিয়নে সব ধরনের যানবাহনে চলাচলের সুয়োগ রয়েছে।

কালীপুর ইউনিয়নের প্রধান ৩টি হাট-বাজার হলো:

  1. সদর আমিন হাট,কালিপুর।
  2. রামদাশ মুন্সির হাট, কোকদন্ডী।
  3. খাসমহল (গুনাগরী) বাজার।, কোকদন্ডী।

কালীপুর ইউনিয়ন | বাঁশখালী উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

আরও দেখুনঃ 

দাঁতমারা ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

8 thoughts on “কালীপুর ইউনিয়ন | বাঁশখালী উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ”

Leave a Comment