খরনা ইউনিয়ন | পটিয়া উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

খরনা বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। খরনা ইউনিয়নের আয়তন ২,১৯৯ একর (৮.৯০ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী খরনা ইউনিয়নের মোট জনসংখ্যা ১৫,৩২২ জন। এর মধ্যে পুরুষ ৭,৫১০ জন এবং মহিলা ৭,৮১২ জন। মোট পরিবার ৩,১১৩টি।

পটিয়া উপজেলার দক্ষিণাংশে খরনা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে কচুয়াই ইউনিয়ন, পশ্চিমে কচুয়াই ইউনিয়ন ও শোভনদণ্ডী ইউনিয়ন, দক্ষিণে শোভনদণ্ডী ইউনিয়ন ও চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন এবং পূর্বে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন ও পটিয়া উপজেলাধীন কচুয়াই ইউনিয়ন অবস্থিত।

 

খরনা ইউনিয়ন | পটিয়া উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

খরনা ইউনিয়ন | পটিয়া উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

খরনা ইউনিয়ন পটিয়া উপজেলার আওতাধীন ১৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পটিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১২ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  1. উত্তর খরনা ওয়াহেদুরপাড়া
  2. উত্তর খরনা কইশ্যাপাড়া
  3. উত্তর খরনা মাঝিরপাড়া
  4. উত্তর খরনা ফকিরপাড়া
  5. মধ্যম খরনা
  6. দক্ষিণ খরনা
  7. পূর্ব খরনা
  8. লালারখীল
  9. মুজাফফরাবাদ

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী খরনা-ইউনিয়নের সাক্ষরতার হার ৪৬.৯%। এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ১টি উচ্চ মাধ্যমিক কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

কলেজ
  1. মুজাফফরাবাদ যশোদা নগেন্দ্র নন্দী মহিলা ডিগ্রী কলেজ
  2. মুজাফফরাবাদ কলেজ
মাধ্যমিক বিদ্যালয়
  1. মুজাফফরাবাদ এন জে উচ্চ বিদ্যালয়
  2. মুজাফফরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়
মাদ্রাসা
  1. ফকিরপাড়া বদর আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
  1. উত্তর খরনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. দক্ষিণ খরনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. পশ্চিম মুজাফফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. পূর্ব মুজাফফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. মুজাফফরাবাদ শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  6. লালারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
কিন্ডারগার্টেন
  1. লালারখীল আইডিয়াল কেজি স্কুল

খরনা-ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। খরনা-ইউনিয়নে ১৬টি মসজিদ, ১টি ঈদগাহ ও ২৮টি মন্দির রয়েছে। খরনা-ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলেছে খরনা খাল। খরনা-ইউনিয়নের প্রধান হাট/বাজার হল হাজী নুরুজ্জামান সওদাগর বাজার।

 

খরনা ইউনিয়ন | পটিয়া উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

আর দেখুনঃ 

ধোপাছড়ি ইউনিয়ন | চন্দনাইশ উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

খরনা ইউনিয়ন | পটিয়া উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

2 thoughts on “খরনা ইউনিয়ন | পটিয়া উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ”

Leave a Comment