দাম বাড়ালেন ব্যবসায়ীরা গ্যাস সংকটকে পুঁজি করে রন্ধন-সামগ্রীর,ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চট্টগ্রামে গ্যাস সংকট দেখা দিয়েছে। এই সংকটকে পুঁজি করে সিন্ডিকেটের মাধ্যমে রন্ধন-সামগ্রীর দাম বাড়িয়েছেন অসাধু ব্যবসায়ীরা।

দাম বাড়ালেন ব্যবসায়ীরা গ্যাস সংকটকে পুঁজি করে রন্ধন সামগ্রীর
এনিয়ে তীব্র সমালোচনা মুখে নগরীতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে নগরীর এনায়েত বাজার, লাভ লেন, গোলাম রসুল মার্কেটে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার প্রতীক দত্ত।
অভিযানে লাভ লেনের হাবিব ট্রেডার্সকে ১০ হাজার টাকা, এনায়েত বাজার মোড়ের এস ট্রেডিংকে ২০ হাজার টাকা, আরিফ ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা ও গোলাম রসুল মার্কেটের দুই দোকানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।


