চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বৃহস্পতিবারও চট্টগ্রাম আদালতে কর্মবিরতি ছিল। টানা দুই দিন ধরে আইনজীবীদের এই কর্মবিরতিতে আদালতের কার্যক্রম বন্ধ ছিল।
আইনজীবী হত্যার প্রতিবাদে চট্টগ্রাম আদালতে কর্মবিরতি
দিনভর আদালত এলাকায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। সহকর্মী হত্যার প্রতিবাদে এসব কর্মসূচিতে অবিলম্বে আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
এ দিকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরকে ঘিরে গত মঙ্গলবার আদালত প্রাঙ্গণের ঘটনা ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী।

পুলিশ কমিশনারকে উদ্দেশে তিনি বলেন, ‘চিন্ময় দাসের হাতে হ্যান্ডমাইক কিভাবে গেল এর জবাব দিতে হবে। নাহলে পুলিশ কমিশনার চট্টগ্রাম থাকতে পারবেন না। আমরা পুলিশ কমিশনারকে চাই না। জুলাই এ অনেক রক্ত গিয়েছে। অনেকে শহীদ হয়েছে।
