চাতরী ইউনিয়ন | আনোয়ারা উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

চাতরী বাংলাদেশের চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। চাতরী ইউনিয়নের আয়তন ৩,২৬৫ একর (১৩.২১ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী চাতরী ইউনিয়নের মোট জনসংখ্যা ১৯,০২২ জন। এর মধ্যে পুরুষ ৯,৩৮৪ জন এবং মহিলা ৯,৬৩৮ জন। মোট পরিবার ৩,৭০৮টি। 

আনোয়ারা উপজেলার সর্ব-উত্তরে চাতরী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৪ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে বারখাইন ইউনিয়ন ও আনোয়ারা ইউনিয়ন; পূর্বে আনোয়ারা ইউনিয়ন, হাইলধর ইউনিয়ন, পরৈকোড়া ইউনিয়ন ও পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন; উত্তরে পরৈকোড়া ইউনিয়ন, পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন ও কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়ন এবং পশ্চিমে বৈরাগ ইউনিয়ন ও কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়ন অবস্থিত।

 

চাতরী ইউনিয়ন | আনোয়ারা উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

চাতরী ইউনিয়ন আনোয়ারা উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আনোয়ারা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  1. বেলচূড়া
  2. চাতরী
  3. ডুমুরিয়া
  4. কৈনপুরা
  5. কেয়াগড়
  6. পশ্চিম কন্যারা
  7. রুদুরা
  8. সিংহরা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চাতরী ইউনিয়নের সাক্ষরতার হার ৬৩.২%। এ ইউনিয়নে ১টি আলিম মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

চাতরী শিক্ষা প্রতিষ্ঠান 
মাদ্রাসা
  1. মোহাম্মদিয়া কুদ্দুছিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা
    1. মাধ্যমিক বিদ্যালয়

 

  1. কৈনপুরা উচ্চ বিদ্যালয়
  2. চাতরী-ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়
  3. সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়
    প্রাথমিক বিদ্যালয়
  1. আলহাজ্ব ফজলুল কাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. কেয়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. কৈনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. চাতরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. ডুমুরিয়া রুদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  6. পূর্ব সিংহরা পশ্চিম কন্যারা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়
  7. বেলচুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  8. মহতর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  9. রুদুরা সারদা চরদা চরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  10. সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

 

চাতরী ইউনিয়ন | আনোয়ারা উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

চাতরী-ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-আনোয়ারা সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। চাতরী-ইউনিয়নে ৩৮টি মসজিদ, ৯টি ঈদগাহ, ২৪টি মন্দির ও ২টি বিহার রয়েছে। চাতরী-ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বোয়ালগাঁও খাল। চাতরী-ইউনিয়নের প্রধান হাট/বাজার হল চাতরী চৌমুহনী বাজার।

চাতরী দর্শনীয় স্থান 
  1. শেখ কুতুব (রহ.) মাজার
  2. পেঠান শাহ মাজার
  3. মোহাম্মদিয়া কুদ্দুছিয়া দরবার
  4. ছিদ্দিক শাহ মাজার

আরও দেখুনঃ 

বারশত ইউনিয়ন | আনোয়ারা উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

 

চাতরী ইউনিয়ন | আনোয়ারা উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

Leave a Comment