ছনহরা ইউনিয়ন | পটিয়া উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

ছনহরা ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। ছনহরা ইউনিয়নের আয়তন ২,৫৩৯ একর (১০.২৮ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ছনহরা ইউনিয়নের মোট জনসংখ্যা ১৩,৬৮৮ জন। এর মধ্যে পুরুষ ৬,৫৬৪ জন এবং মহিলা ৭,১২৪ জন। মোট পরিবার ২,৭০৩টি। পটিয়া উপজেলার দক্ষিণাংশে ছনহরা-ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে শোভনদণ্ডী ইউনিয়ন, পূর্বে শোভনদণ্ডী ইউনিয়ন ও কচুয়াই ইউনিয়ন, উত্তরে ভাটিখাইন ইউনিয়ন এবং পশ্চিমে আশিয়া ইউনিয়ন ও আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন অবস্থিত।

 

ছনহরা ইউনিয়ন | পটিয়া উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

ছনহরা ইউনিয়ন | পটিয়া উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

ছনহরা-ইউনিয়ন পটিয়া উপজেলার আওতাধীন ১৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পটিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  1. উত্তর ছনহরা
  2. দক্ষিণ ছনহরা
  3. চাটরা
  4. আলমদার পাড়া
  5. গোয়াতলী
  6. মঠপাড়া
  7. ধাউরডেঙ্গা
  8. বরিয়া

ব্রিটিশ আমলে এ এলাকায় ছনখোলা বাগান ছিল। পরবর্তীতে ছনখোলা থেকে ছনহরা গ্রামের নামকরণ করা হলে ছনহরা গ্রামের নামে ইউনিয়নের নামকরণ করা হয়। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ছনহরা-ইউনিয়নের সাক্ষরতার হার ৫৪.৩%। এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ৯টি প্রাথমিক বিদ্যালয় ও ৪টি কিন্ডারগার্টেন রয়েছে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

মাধ্যমিক বিদ্যালয়
  1. ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়
  2. ধাউরডেঙ্গা সারদাচরণ উচ্চ বিদ্যালয়
মাদ্রাসা
  1. হযরত চিকন খলিফা ছিদ্দিক আহমদ দাখিল মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
  1. গোয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. চাটরা নোমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. চাটরা বরিয়া শরৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. ছনহরা জ্যোতিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. ছনহরা টি পি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  6. ছনহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  7. দক্ষিণ বরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  8. ধাউরডেঙ্গা নজুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  9. মঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
কিন্ডারগার্টেন
  1. কুসুমকলি বিদ্যানিকেতন

ছনহরা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক পটিয়া-আনোয়ারা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যমে সিএনজি চালিত অটোরিক্সা। ছনহরা ইউনিয়নে ২২টি মসজিদ, ৪টি ঈদগাহ, ৫টি মন্দির ও ১টি বিহার রয়েছে। ছনহরা ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলেছে মুরালী খাল।ছনহরা-ইউনিয়নের প্রধান হাট/বাজার হল মুরালী হাট।

 

ছনহরা ইউনিয়ন | পটিয়া উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

আর দেখুনঃ 

ধোপাছড়ি ইউনিয়ন | চন্দনাইশ উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

ছনহরা ইউনিয়ন | পটিয়া উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

Leave a Comment