চমেক হাসপাতালে রোগীদের হয়রানি দালাল আটক

চমেক হাসপাতালে রোগীদের-হয়রানি দালাল আটক,চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে মোরশেদ আলম (৪০) নামে এক দালালকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালের ৩৩নং গাইনি ওয়ার্ড থেকে ওই দালালকে আটক করা হয়।

 

চমেক হাসপাতালে রোগীদের হয়রানি দালাল আটক

 

চমেক হাসপাতালে রোগীদের-হয়রানি দালাল আটক

আটক মোরশেদ চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার হাজানীহাট উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ মনজুর আলমের ছেলে। বর্তমানে নগরীর পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে দালালরা রোগী ও রোগীর স্বজনদের হয়রানি করে আসছিলেন। এরইমধ্যে আমরা অনেক দালালকে আটক করে আইনের আওতায় এনেছি। তারপরেও অনেক দালাল এখনো বিভিন্ন

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

ওয়ার্ডের রোগীদের-হয়রানি ও প্রতারণা করে আসছিলেন। শুক্রবার সকালে হাসপাতালের ৬ তলার ৩৩নং গাইনি ওয়ার্ড থেকে মোরশেদ আলম নামের এক দালালকে আটক করেছি। তাকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

 

চমেক হাসপাতালে রোগীদের হয়রানি দালাল আটক

 

আরো পড়ুন :

Leave a Comment