মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় চট্টগ্রামে দুই ফার্মেসিকে জরিমানা,মেয়াদোত্তীর্ণ-ওষুধ রাখার অপরাধে চট্টগ্রামের লোহাগাড়ার দুই ফার্মেসিকে ৪০-হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মেয়াদোত্তীর্ণ-ওষুধ রাখায় চট্টগ্রামে দুই ফার্মেসিকে জরিমানা
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ দরবেশ হাট রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফ উল্ল্যাহ।
ইউএনও কার্যালয় জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ-ওষুধ রাখার অপরাধে জে বি এল ফার্মেসির মালিক ছোটন কান্তি নাথকে ৩০ হাজার টাকা ও সি আর মেডিকেল হলের মালিক ভগীবত ধরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে লোহাগাড়া থানার পুলিশ সহযোগিতা দেয়।


