দুই ভাই হত্যায় গ্রেফতার দুই চট্টগ্রামে

দুই ভাই হত্যায় গ্রেফতার দুই চট্টগ্রামে,চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই সহোদর খুনের ঘটনায় পলাতক আসামি দুই ভাই মো. সাইফুল ইসলাম ওরফে সাইফু ও মোরশেদ আলমকে গ্রেফতার করেছে র‍্যাব।

 

দুই ভাই হত্যায় গ্রেফতার দুই চট্টগ্রামে

 

দুই ভাই হত্যায় গ্রেফতার দুই চট্টগ্রামে

মঙ্গলবার  রাতে নগরীর নিমতলা ও গোসাইলডাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাদের রাঙ্গুনিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন পদুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পশ্চিম খুরুশিয়া মধ্যমপাড়ায় ছুরিকাঘাতে মো. জালাল উদ্দিন (২২) ও কামাল হোসেন (১৮) নামে দুই সহোদরকে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার সময় হামলাকারী শফিকুল ইসলাম ও তার ছেলে খোরশেদ আলমকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা। ঘটনার পর পালিয়ে যান সাইফুল ও মোরশেদ।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

এদিকে দুই সহোদর হত্যার ঘটনায় শনিবার (১৭ ডিসেম্বর) সকালে তাদের বাবা জহির আহমদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় শফিকুল ইসলাম ও তার তিন ছেলে খোরশেদ আলম, মোরশেদ আলম ও সাইফুল আলমকে আসামি করা হয়।

র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) জানান, শুক্রবার দক্ষিণ রাঙ্গুনিয়ায় গরুর রশি নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে দুই ভাইকে হত্যার ঘটনা ঘটে। শনিবার রাতে হামলাকারী দুই ভাইয়ের একজনকে চট্টগ্রাম মহানগরীর নিমতলা ডিয়ার পাড়া এবং অন্যজনকে পশ্চিম গোসাইলডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

 

দুই ভাই হত্যায় গ্রেফতার দুই চট্টগ্রামে

 

Leave a Comment