দুই ভাই হত্যায় গ্রেফতার দুই চট্টগ্রামে,চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই সহোদর খুনের ঘটনায় পলাতক আসামি দুই ভাই মো. সাইফুল ইসলাম ওরফে সাইফু ও মোরশেদ আলমকে গ্রেফতার করেছে র্যাব।

দুই ভাই হত্যায় গ্রেফতার দুই চট্টগ্রামে
মঙ্গলবার রাতে নগরীর নিমতলা ও গোসাইলডাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাদের রাঙ্গুনিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন পদুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পশ্চিম খুরুশিয়া মধ্যমপাড়ায় ছুরিকাঘাতে মো. জালাল উদ্দিন (২২) ও কামাল হোসেন (১৮) নামে দুই সহোদরকে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার সময় হামলাকারী শফিকুল ইসলাম ও তার ছেলে খোরশেদ আলমকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা। ঘটনার পর পালিয়ে যান সাইফুল ও মোরশেদ।

এদিকে দুই সহোদর হত্যার ঘটনায় শনিবার (১৭ ডিসেম্বর) সকালে তাদের বাবা জহির আহমদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় শফিকুল ইসলাম ও তার তিন ছেলে খোরশেদ আলম, মোরশেদ আলম ও সাইফুল আলমকে আসামি করা হয়।

