লোহাগাড়ায় শেষ হলো দুদিনের বিজ্ঞানমেলা

লোহাগাড়ায় শেষ হলো দুদিনের বিজ্ঞানমেলা,চট্টগ্রামের লোহাগাড়ায় শেষ হয়েছে দুই দিনের বিজ্ঞানমেলা। ১১ ও ১২ ডিসেম্বর লোহাগাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ মেলা।

 

লোহাগাড়ায় শেষ হলো দুদিনের বিজ্ঞানমেলা

 

লোহাগাড়ায় শেষ হলো দুদিনের বিজ্ঞানমেলা

মেলায় প্রকল্প উপস্থাপন প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে প্রথম হয়েছে এসআই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়, ২য় হয়েছে ইকরা আবদুল জব্বার-উচ্চ বিদ্যালয় এবং ৩য় হয়েছে কলাউজান ডা. এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়।

সিনিয়র গ্রুপে ১ম হয়েছে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ ও ২য় হয়েছে বার আউলিয়া ডিগ্রি কলেজ।

অন্যদিকে বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে ১ম হয়েছে এসআই চৌধুরী-বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আফিয়া ওয়াসীমা ছোহা, ২য় ইকরা আবদুল জব্বার-উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জারীন আনান ইকরা ও ৩য় হয়েছে কলাউজান ডা. এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুহিতুল ইসলাম মানিক।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মোছলেহ উদ্দীন, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিদারুল আলম প্রমুখ।

 

লোহাগাড়ায় শেষ হলো দুদিনের বিজ্ঞানমেলা

 

আরো পড়ুন :

Leave a Comment