হাটহাজারীতে-নালায় মিললো নবজাতকের মরদেহ,চট্টগ্রামের হাটহাজারীতে-নালা থেকে এক নবজাতকে- মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হাটহাজারীতে-নালায় মিললো নবজাতকের মরদেহ
সোমবার দুপুরে চৌধুরীহাট বাজাোরর পাশে শাহজালাল-স্কুলের পেছনের একটি নালা থেকে ওই নবজাতকের-মরদেহ উদ্ধার করা হয়।
হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরে হাবিব ফয়সাল জানান, সোমবার দুপুরে এক রিকশাচালক প্রকৃতির ডাকে সাড়া দিতে শাহজালাল-স্কুলের পেছনে যান। এসময় তিনি ওই নবজাতকে- মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুশিল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহে পঁচন ধরেছে। মরদেহটি স্থানীয়ভাবে দাফন করা হয়েছে।

আরো পড়ুন :
