৯৯৯ নম্বরে ফোনকলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার,১৯৯৬ সালের একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পান সুলতান আহাম্মদ। এরপর দীর্ঘ ২৬ বছর বিভিন্ন কৌশলে পালিয়ে ছিলেন তিনি। অবশেষে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে একজন কলারের ফোনকলে চট্টগ্রামের রাউজান থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

 

৯৯৯ নম্বরে ফোনকলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

 

৯৯৯-নম্বর ফোনকলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সোমবার  রাতে চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া লামবাজার থেকে একজন কলার ওই আসামির তথ্য জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে অভিযান চালিয়ে সুলতানকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার ৩১ জানুয়ারি ৯৯৯ এর পরিদর্শক (ফোকাল পার্সন অ্যান্ড মিডিয়া) আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

তিনি বলেন, ৯৯৯ কলটেকার কনস্টেবল জয় বিশ্বাস ওই কল রিসিভ করেন। এরপর কনস্টেবল জয় তাৎক্ষণিকভাবে রাউজান থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানান। খবর পেয়ে রাউজান থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে সুলতানকে গ্রেফতার করে।

রাউজান থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক সুজন ওই অভিযানে নেতৃত্ব দেন।

 

৯৯৯ নম্বরে ফোনকলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

 

আরো পড়ুন :

Leave a Comment