সরল ইউনিয়ন | বাঁশখালী উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

সরল ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। সরল-ইউনিয়নের আয়তন ৭,৪৯৯ একর (৩০.৩৫ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সরল ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৮,৩০৪ জন। এর মধ্যে পুরুষ ১৮,৭৭৫ জন এবং মহিলা ১৯,৫২৯ জন। মোট পরিবার ৭,১৮৫টি। বাঁশখালী উপজেলার মধ্যাংশে সরল-ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে কাথরিয়া ইউনিয়ন ও বৈলছড়ি ইউনিয়ন; পূর্বে সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়ন, সোনাকানিয়া ইউনিয়ন ও বাঁশখালী পৌরসভা; দক্ষিণে বাঁশখালী পৌরসভা, শীলকূপ ইউনিয়ন ও গণ্ডামারা ইউনিয়ন এবং পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত।

 

সরল ইউনিয়ন | বাঁশখালী উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

সরল ইউনিয়ন | বাঁশখালী উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

সরল-ইউনিয়ন বাঁশখালী উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঁশখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৬ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  1. জালিয়াঘাটা
  2. সরল
  3. দক্ষিণ সরল
  4. পশ্চিম কাহারঘোনা
  5. পূর্ব কাহারঘোনা
  6. পাইরাং
  7. পূর্ব মিঞ্জিরিতলা
  8. মিঞ্জিরিতলা
  9. বৈলছড়ি অভ্যরখালী

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সরল-ইউনিয়নের সাক্ষরতার হার ৩৬%। এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

মাধ্যমিক বিদ্যালয়
  1. সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয়
মাদ্রাসা
  1. মিঞ্জিরিতলা ইসলামিয়া হাকিমিয়া দাখিল মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
  1. জালিয়াঘাটা কানুনগোখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. জালিয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. দক্ষিণ সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. পশ্চিম কাহারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. পাইরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়
  6. পূর্ব কাহারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  7. পূর্ব মিঞ্জিরিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  8. বৈলছড়ি অভ্যরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  9. মিঞ্জিরিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  10. সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়

সরল ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক জলদী-সরল সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। সরল ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে চলেছে জলকদর খাল।

 

সরল ইউনিয়ন | বাঁশখালী উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

আরও দেখুনঃ 

সরল ইউনিয়ন | বাঁশখালী উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

5 thoughts on “সরল ইউনিয়ন | বাঁশখালী উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ”

Leave a Comment