সাতবাড়িয়া ইউনিয়ন | চন্দনাইশ উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

সাতবাড়িয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। সাতবাড়িয়া ইউনিয়নের আয়তন ২,৮৭৯ একর (১১.৬৫ বর্গ কিলোমিটার)।

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সাতবাড়িয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ২৪,৩২৭ জন। এর মধ্যে পুরুষ ১১,৭৮৬ জন এবং মহিলা ১২,৫৪১ জন। মোট পরিবার ৪,৬৫২টি।

চন্দনাইশ উপজেলার দক্ষিণাংশে সাতবাড়িয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে দোহাজারী পৌরসভা ও হাশিমপুর ইউনিয়ন; উত্তরে হাশিমপুর ইউনিয়ন ও চন্দনাইশ পৌরসভা; পশ্চিমে চন্দনাইশ পৌরসভা ও বরমা ইউনিয়ন এবং দক্ষিণে বৈলতলী ইউনিয়ন, সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়ন ও চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী পৌরসভা অবস্থিত।

সাতবাড়িয়া ইউনিয়ন | চন্দনাইশ উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

সাতবাড়িয়া ইউনিয়ন | চন্দনাইশ উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

সাতবাড়িয়া ইউনিয়ন চন্দনাইশ উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চন্দনাইশ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯১নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  1. সাতবাড়িয়া
  2. পলিয়া পাড়া
  3. বহরম পাড়া
  4. উকিল বাড়ী
  5. আরিফ শাহ্ পাড়া
  6. হাফেজ নগর দরবার
  7. দেয়ানজি পাড়া
  8. নাথ পাড়া
  9. মুন্সিভিটা
  10. যতরকুল
  11. বেপারি পাড়া
  12. ধনরপাড়া
  13. সলিয়ার পাড়া
  14. নগর পাড়া
  15. হাজির পাড়া
  16. বাসাবাপের বাড়ী
  17. মোহাম্মদ খালী

সাতবাড়িয়া ইউনিয়নের অন্তর্গত হাছনদণ্ডী মৌজাকে বর্তমানে দোহাজারী পৌরসভার অন্তর্ভুক্ত করা হয়েছে। সাতবাড়িয়া-ইউনিয়ন পূর্বে পটিয়া উপজেলাধীন ২২নং সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ নামে পরিচিত ছিল। বর্তমানে চন্দনাইশ উপজেলাধীন ৭নং সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ নামে প্রতিষ্ঠিত। লোকমুখে জানা যায়, এই গ্রামে সাতজন জমিদার ছিলেন, তাদের সাতটা বাড়ী ছিল, এখান থেকেই এই গ্রামের নাম হয় সাতবাড়িয়া। সাতবাড়িয়া গ্রামের নামানুসারে ইউনিয়নের নামকরণ করা হয়। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সাতবাড়িয়া-ইউনিয়নের সাক্ষরতার হার ৪৯.৮%। এ ইউনিয়নে ১টি কলেজ, ২টি মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

কলেজ
  • সাতবাড়িয়া অলি আহমেদ বীর বিক্রম কলেজ
মাদ্রাসা
  • সাতবাড়িয়া বার আউলিয়া হামেদিয়া আলিম মাদ্রাসা
  • সাতবাড়িয়া শাহ আমানত (রহ.) দাখিল মাদ্রাসা
  • সাতবাড়িয়া বহরম পাড়া আজিজিয়া মার্দ্রাসা
  • বহরম পাড়া সুন্নীয়া মদ্রাসা। (বর্তমানে ৮ ম শ্রেণী পর্যন্ত আছে)
মাধ্যমিক বিদ্যালয়
  • খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়
  • পূর্ব সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়
  • সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • যতরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আরিফ শাহ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বহরম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বেপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মোহাম্মদ খালী সরকারী প্রাথমিক বিদ্যালয়

সাতবাড়িয়া ইউনিয়ন | চন্দনাইশ উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

সাতবাড়িয়া-ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হাশিমপুর-বরমা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। সাতবাড়িয়া-ইউনিয়নে ৩৬টি মসজিদ, ২টি ঈদগাহ, ৩টি মন্দির ও ২টি বিহার রয়েছে। বহরমপাড়া (গাইবী আযান) জামে মসজিদ অন্যতম। সাতবাড়িয়া-ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যতরকুল খাল এবং নাশিরকুল খাল। সাতবাড়িয়া-ইউনিয়নের প্রধান প্রধান হাট বাজার হল নাজির হাট আরও আছে জামতল বাজার, দেওয়ানহাট বাজার এবং সাতবাড়িয়া আশরাফ মুহুরী হাট সাতাড়ীয়া হাফেজ নগর দরবারে বছরে ১০-১২ টি মেলা বসে তার মধ্যে অন্যতম ১লা ফেব্রুয়ারি (১৮ই মাঘ) হাফেজ নগর দরবারে প্রতিষ্ঠা হাফেজ কারী শাহ্ সুফি সৈয়দ ফজলুর রহমান এর ওরষ।

আরও দেখুনঃ

শিকলবাহা ইউনিয়ন | কর্ণফুলী উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

সাতবাড়িয়া ইউনিয়ন | চন্দনাইশ উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

2 thoughts on “সাতবাড়িয়া ইউনিয়ন | চন্দনাইশ উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ”

Leave a Comment