রাঙ্গামাটিতে বিনামূল্যে তিনশ ৫৮টি সোলার হোম সিস্টেম বিতরণ,জেলার সদর-উপজেলায় পার্বত্য-চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন দপার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায়’-এর পক্ষ থেকে বিনামূল্যে তিনশ’ ৫৮ টি দরিদ্র পরিবারের মধ্যে ‘সোলার হোম সিস্টেম’ বিতরণ করা হয়েছে।

রাঙ্গামাটিতে বিনামূল্যে তিনশ ৫৮টি সোলার হোম সিস্টেম বিতরণ
শনিবার দুপুর ১১টায় সদর-উপজেলার মগবান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সোলার হোম সিস্টেম বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম-উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

এ সময় পার্বত্য চট্টগ্রাম-উন্নয়ন বোর্ডের সদস্য (বাস্তবায়ন) ও প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন-অর-রশীদ, মগবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুস্প রঞ্জন চাকমা, সাপছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:
