হাশিমপুর বাংলাদেশের চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। হাশিমপুর ইউনিয়নের আয়তন ৬,৮৩৫ একর (২৭.৬৬ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হাশিমপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ২১,৯৪১ জন। এর মধ্যে পুরুষ ১১,২৪৯ জন এবং মহিলা ১০,৬৯২ জন। মোট পরিবার ৪,১৩৯টি।

হাশিমপুর ইউনিয়ন | চন্দনাইশ উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ
চন্দনাইশ উপজেলার মধ্যভাগে হাশিমপুর-ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে কাঞ্চনাবাদ ইউনিয়ন; পশ্চিমে চন্দনাইশ পৌরসভা ও সাতবাড়িয়া ইউনিয়ন; দক্ষিণে দোহাজারী পৌরসভা এবং পূর্বে দোহাজারী পৌরসভা, ধোপাছড়ি ইউনিয়ন ও কাঞ্চনাবাদ ইউনিয়ন অবস্থিত। হাশিমপুর ইউনিয়ন পূর্বে পটিয়া উপজেলাধীন ২৩নং হাশিমপুর ইউনিয়ন পরিষদ নামে পরিচিত ছিল। বর্তমানে চন্দনাইশ উপজেলাধীন ৮নং হাশিমপুর-ইউনিয়ন পরিষদ নামে প্রতিষ্ঠিত।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হাশিমপুর-ইউনিয়নের সাক্ষরতার হার ৪৬.৯%। এ ইউনিয়নে ২টি মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

- মাদ্রাসা
- হাশিমপুর মকবুলিয়া ফাজিল মাদ্রাসা
- দক্ষিণ হাশিমপুর ভাণ্ডারীপাড়া হাজী মোহাম্মদ খলিল বদিউজ্জামান দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- হাশিমপুর মনির আহমদ কামাল উদ্দীন উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খুনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গোদারকুল আলতাজ খাঁনম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব ছৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাজী মোহাম্মদ খলিল বদিউজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাশিমপুর জাতীয় তরুণ সংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- মর্নিং সান কিন্ডারগার্টেন স্কুল
- মোজাহের পাড়া ব্র্যাক স্কুল

হাশিমপুর-ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। এছাড়া এ ইউনিয়নে রেল যোগাযোগ ব্যবস্থাও রয়েছে। চট্টগ্রাম-দোহাজারী রেলপথ। খানহাট স্টেশন ও হাশিমপুর স্টেশন হল দুইটি রেলস্টেশন। হাশিমপুর-ইউনিয়নে ৩৫টি মসজিদ ও ১টি মন্দির রয়েছে। হাশিমপুর-ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বরুমতি খাল। হাশিমপুর-ইউনিয়নের প্রধান হাট/বাজার হল খানহাট, বাগিচা হাট, হাশিমপুর, ছৈয়দাবাদ পাইকারি বাজার এবং খানহাট রেলওয়ে স্টেশন বাজার।
আরও দেখুনঃ
শিকলবাহা ইউনিয়ন | কর্ণফুলী উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ


2 thoughts on “হাশিমপুর ইউনিয়ন | চন্দনাইশ উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ”