দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে,চট্টগ্রামের লোহাগাড়ায় অস্বাস্থ্যকর-পরিবেশে খাদ্য তৈরি ও বিএসটিআইয়ের মান সনদ না থাকায় দুই-প্রতিষ্ঠানকে ৫০ হাজার-টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দুই-প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে
প্রতিষ্ঠান দুটি হলো আধুনগরে আইয়ুব এন্টারপ্রাইজ মুড়ির মিল ও রিয়াদ ফুড প্রোডাক্টস। দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান বলেন, বিএসটিআইয়ের মান সনদ ছাড়া মুড়ির মিল পরিচালনা এবং অস্বাস্থ্যকর-পরিবেশে খাদ্য তৈরি করায় আইয়ুব এন্টারপ্রাইজ মুড়ির মিল ও রিয়াদ ফুড প্রোডাক্টস নামের দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা করে ৫০ টাকা জরিমানা করা হয়।
এসময় বিএসটিআই সনদ না নেওয়া পর্যন্ত খাদ্যপণ্য প্রস্তুত থাকা থেকে বিরত থাকার জন্য তাদের নির্দেশনাও দেওয়া হয় বলেও জানান তিনি।

আরো পড়ুন :
