দক্ষিণ কোরিয়া থেকে চলতি সপ্তাহে আসছে ১৫০ কোচের প্রথম চালান

দক্ষিণ কোরিয়া থেকে চলতি সপ্তাহে আসছে ১৫০ কোচের প্রথম চালান,রেলওয়ে পূর্বাঞ্চলের জন্য দক্ষিণ- কোরিয়া থেকে কেনা ১৫০টি মিটারগেজ কোচের প্রথম লটের চালান আগামী সপ্তাহে দেশে আসছে। রেলওয়ে পূর্বাঞ্চলের  জানিয়েছে, মিটারগেজ কোচের প্রথম চালান আগামী সপ্তাহে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে। গত বৃহস্পতিবার দক্ষিণ-কোরিয়ার বন্দর থেকে কোচ নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছে।

 

দক্ষিণ কোরিয়া থেকে চলতি সপ্তাহে আসছে ১৫০ কোচের প্রথম চালান

 

দক্ষিণ কোরিয়া থেকে চলতি সপ্তাহে আসছে ১৫০ কোচের প্রথম চালান

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের জন্য ১৫০টি মিটারগেজ কোচ সরবরাহ করছে দক্ষিণ-কোরিয়ার যৌথ কোম্পানি সুংশিন আরএসটি-পসকো ইন্টারন্যাশনাল। নতুন এই ১৫০টি কোচ ক্রয়ে ব্যয় হচ্ছে ৬৫৮ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা।

রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রাম কেন্দ্রীয় দপ্তরের যান্ত্রিক বিভাগের প্রকৌশলীরা জানান, প্রকল্পটিতে ঋণ সহায়তা দিচ্ছে দক্ষিণ-কোরিয়ার এক্সিম ব্যাংক। আমদানিকৃত কোচগুলো স্টেইনলেস স্টিল বডি, বায়ো-টয়লেট সংযুক্ত, স্বয়ংক্রিয় এয়ার ব্রেক, স্বয়ংক্রিয় স্লাইডিং ডোরসহ অনেক আধুনিক সুবিধা এই যাত্রীবাহী ক্যারেজের প্রধান বৈশিষ্ট্য।

১৫০টি কোচের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপিং বার্থ ৩০টি, শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ ৩৮টি, শোভন চেয়ার ৪৪টি, খাবার গাড়িসহ শোভন চেয়ার কোচ ১৬টি, পাওয়ার গাড়িসহ শোভন চেয়ার কোচ ১২টি, খাবার গাড়ি একটি এবং পরিদর্শন গাড়ি একটি।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

নতুন মিটারগেজ কোচ সংগ্রহ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে অতিপুরাতন ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ প্রতিস্থাপন করা, মিটারগেজ ও ডুয়েলগেজ সেকশনে যাত্রীবাহী ক্যারেজের স্বল্পতা দূর করা, উন্নতমানের আধুনিক ও নিরাপদ যাত্রীবাহী ক্যারেজের মাধ্যমে যাত্রীসেবা নিশ্চিত করা,

বর্ধিত যাত্রীচাহিদা মিটানোর জন্য নতুন ট্রেন চালু করা, রেলওয়ের মিটারগেজ ও ডুয়েলগেজ সেকশনে নিরাপদ ও উন্নত ট্রেন পরিসেবা নিশ্চিত করা, বাংলাদেশ রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধি করা।

রেলওয়ের পরিবহন বিভাগ সূত্রে জানা যায়, ঢাকা চট্টগ্রাম রেলপথ আগামী কয়েকমাসের মধ্যেই সম্পূর্ণরূপে ডাবল লাইনে উন্নীত হবে। এর ফলে ঢাকা-চট্টগ্রাম ট্রেন যোগাযোগের ক্ষেত্রে প্রতিটি ট্রেনের সময় বাঁচবে। যাত্রীদের ৩০ মিনিট থেকে এক ঘণ্টা সময় সাশ্রয় হবে।

 

দক্ষিণ কোরিয়া থেকে চলতি সপ্তাহে আসছে ১৫০ কোচের প্রথম চালান

 

আরো পড়ুন :

Leave a Comment