ট্রাকের ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত চট্টগ্রামে

ট্রাকের-ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত চট্টগ্রামে,চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশাকে একটি ট্রাক ধাক্কা দিয়ে দিলে মো. পারভেজ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী।

 

ট্রাকের ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত চট্টগ্রামে

 

ট্রাকের-ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত চট্টগ্রামে

মঙ্গলবার  সকালে ফটিকছড়ির ভুজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো-খাগড়াছড়ি সড়কের বনানী গর্জন বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাঞ্চনা এলাকার আলী আহমেদের ছেলে। এদিকে ঘাতক ট্রাকটি (চট্টমেট্রো-ট-১২-০০৫১) পুলিশ আটক করলেও চালক পালিয়ে যান।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, দাঁতমারা থেকে একটি সিএনজি অটোরিকশা ফটিকছড়ির কাজিরহাটে যাচ্ছিল। এসময় বনানী গর্জন বাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী পারভেজ মারা যান। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

নিহত পারভেজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

ট্রাকের ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত চট্টগ্রামে

 

আরো পড়ুন :

Leave a Comment