আশিয়া ইউনিয়ন | পটিয়া উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

আশিয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। আশিয়া ইউনিয়নের আয়তন ১,৭৮০ একর (৭.২০ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আশিয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ১৩,৪২৮ জন। এর মধ্যে পুরুষ ৬,৪৩১ জন এবং মহিলা ৬,৯৯৭ জন। মোট পরিবার ২,৭৪৯টি।

পটিয়া উপজেলার দক্ষিণাংশে আশিয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে ছনহরা ইউনিয়ন, উত্তরে বড়লিয়া ইউনিয়ন, পশ্চিমে কাশিয়াইশ ইউনিয়ন ও আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন এবং দক্ষিণে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন অবস্থিত।

 

আশিয়া ইউনিয়ন | পটিয়া উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

আশিয়া ইউনিয়ন | পটিয়া উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

আশিয়া ইউনিয়ন পটিয়া উপজেলার আওতাধীন ৮নং (ক) ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পটিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  1. আশিয়া মোল্লাপাড়া
  2. আশিয়া মির্জাপাড়া
  3. মধ্যম আশিয়া
  4. আশিয়া কমলাপাড়া
  5. দক্ষিণ আশিয়া (রশিদপুর)
  6. পূর্ব আশিয়া
  7. পূর্ব বাথুয়া
  8. মধ্যম বাথুয়া
  9. পশ্চিম বাথুয়া
  10. বাথুয়া বড়ুয়াপাড়া
  11. আশিয়া পশ্চিম মির্জাপাড়া
  12. সাতগড় পাড়া

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত আশিয়া ইউনিয়ন পরিষদ স্বাধীনতার পূর্বে বর্তমান ৮নং কাশিয়াইশ ইউনিয়ন পরিষদ সহ একীভূত ছিল। ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৯৪৩ সাল থেকে পটিয়া উপজেলার অধীনে আশিয়া ও বাথুয়া এই ২টি গ্রাম নিয়ে আশিয়া-ইউনিয়ন গঠিত হয়। অনেক আগে থেকেই অত্র ইউনিয়নে লোক জন বিভিন্ন জায়গা থেকে এসে বসবাস শুরু করায় এই ইউনিয়নে নামকরণ করা হয় আশিয়া। আবার অনেকে বলেন, আছিয়া নাম থেকেই আশিয়া নামের উৎপত্তি।

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আশিয়া-ইউনিয়নের সাক্ষরতার হার ৫০.৮%। এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

 

আশিয়া ইউনিয়ন | পটিয়া উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

মাধ্যমিক বিদ্যালয়
  1. আশিয়া উচ্চ বিদ্যালয়
  2. বাথুয়া উচ্চ বিদ্যালয়
মাদ্রাসা
  1. দক্ষিণ আশিয়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা
  2. আশিয়া এমদাদুল উলুম মাদ্রাসা
  3. দক্ষিণ আশিয়া বায়তুন্নুর ইসলামিয়া মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
  1. আশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. আশিয়া ফারুক রিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. দক্ষিণ আশিয়া ছাদেকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. দক্ষিণ পূর্ব আশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. বাথুয়া সাবিত্রীবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়

আশিয়া-ইউনিয়নে যোগাযোগের প্রধান দুইটি সড়ক পটিয়া-পারৈকোড়া সড়ক এবং বাংলাবাজার-পিংগলা-শান্তিরহাট সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। আশিয়া-ইউনিয়নে ২০টি মসজিদ, ৪টি ঈদগাহ ও ৪টি মন্দির রয়েছে। আশিয়া-ইউনিয়নের চার পাশে সীমারেখা হিসেবে খাল রয়েছে। খালগুলো হল চানপুর খাল, মুন্দরী খাল, কেরিঞ্জা খাল এবং আশিয়াখালী খাল। আশিয়া-ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল আশিয়া বাংলাবাজার এবং বাথুয়া টাঙ্গাপোল বাজার।

 

আশিয়া ইউনিয়ন | পটিয়া উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

আর দেখুনঃ 

ধোপাছড়ি ইউনিয়ন | চন্দনাইশ উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

হাশিমপুর ইউনিয়ন | চন্দনাইশ উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

সাতবাড়িয়া ইউনিয়ন | চন্দনাইশ উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

বৈলতলী ইউনিয়ন | চন্দনাইশ উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

বরমা ইউনিয়ন | চন্দনাইশ উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

পদ্মাসেতু উদ্বোধনের আনন্দ অবদমিত করতেই নাশকতা কি না, খতিয়ে দেখা হচ্ছে : তথ্যমন্ত্রী

 

আশিয়া ইউনিয়ন | পটিয়া উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

Leave a Comment