খিরাম ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

খিরাম ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। স্থানীয় সরকার বিভাগ ২০০৬ সালের ১৩ সেপ্টেম্বর ১৪নং নানুপুর ইউনিয়নকে বিভক্ত করে ২১নং খিরাম নামে নতুন ইউনিয়ন গঠন করে। খিরাম-ইউনিয়নের আয়তন ৭,২৫৫ একর (২৯.৩৬ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী খিরাম-ইউনিয়নের মোট জনসংখ্যা ১১,৩৬১ জন। এর মধ্যে পুরুষ ৫,৮১৪ জন এবং মহিলা ৫,৫৪৭ জন। মোট পরিবার ২,৩৮৬টি।

 

খিরাম ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

ফটিকছড়ি উপজেলার সর্ব-পূর্বে খিরাম-ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২১ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে লেলাং ইউনিয়ন, নানুপুর ইউনিয়ন, বক্তপুর ইউনিয়ন ও ধর্মপুর ইউনিয়ন; দক্ষিণে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়ন; পূর্বে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়ন ও রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়ন এবং উত্তরে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়ন অবস্থিত।

খিরাম ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

খিরাম ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ২১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ফটিকছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি প্রেমপুর, মগকাটা, পশ্চিম খিরাম ও জঙ্গল খিরাম এ ৪টি মৌজায় বিভক্ত।

এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  1. পশ্চিম খিরাম
  2. উত্তর খিরাম
  3. জঙ্গল খিরাম
  4. হচ্ছারঘাট
  5. প্রেমপুর
  6. গামরিতলা (আংশিক)
  7. বিলাইছড়ি
  8. মগকাটা
  9. বড়ইতলী

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী খিরাম-ইউনিয়নের সাক্ষরতার হার ৪৯.৭%। এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা ও ৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

মাধ্যমিক বিদ্যালয়
  1. খিরাম উচ্চ বিদ্যালয়
মাদ্রাসা
  1. খিরাম কাদেরিয়া মঈনিয়া দাখিল মাদ্রাসা
  2. নুরুল উলুম আহমদিয়া রেজভিয়া দাখিল মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
  1. খিরাম আবু হানিফা (রহ.) সরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. দক্ষিণ খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়

খিরাম ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল খিরাম-নানুপুর সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। খিরাম ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সর্ত্তার খাল ও বিনাজুরী খাল।

 

খিরাম ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

আরও দেখুনঃ 

দাঁতমারা ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

 

খিরাম ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

Leave a Comment