খিরাম ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। স্থানীয় সরকার বিভাগ ২০০৬ সালের ১৩ সেপ্টেম্বর ১৪নং নানুপুর ইউনিয়নকে বিভক্ত করে ২১নং খিরাম নামে নতুন ইউনিয়ন গঠন করে। খিরাম-ইউনিয়নের আয়তন ৭,২৫৫ একর (২৯.৩৬ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী খিরাম-ইউনিয়নের মোট জনসংখ্যা ১১,৩৬১ জন। এর মধ্যে পুরুষ ৫,৮১৪ জন এবং মহিলা ৫,৫৪৭ জন। মোট পরিবার ২,৩৮৬টি।

ফটিকছড়ি উপজেলার সর্ব-পূর্বে খিরাম-ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২১ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে লেলাং ইউনিয়ন, নানুপুর ইউনিয়ন, বক্তপুর ইউনিয়ন ও ধর্মপুর ইউনিয়ন; দক্ষিণে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়ন; পূর্বে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়ন ও রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়ন এবং উত্তরে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়ন অবস্থিত।
খিরাম ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

খিরাম ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ২১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ফটিকছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি প্রেমপুর, মগকাটা, পশ্চিম খিরাম ও জঙ্গল খিরাম এ ৪টি মৌজায় বিভক্ত।
এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- পশ্চিম খিরাম
- উত্তর খিরাম
- জঙ্গল খিরাম
- হচ্ছারঘাট
- প্রেমপুর
- গামরিতলা (আংশিক)
- বিলাইছড়ি
- মগকাটা
- বড়ইতলী
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী খিরাম-ইউনিয়নের সাক্ষরতার হার ৪৯.৭%। এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা ও ৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
- মাধ্যমিক বিদ্যালয়
- খিরাম উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা
- খিরাম কাদেরিয়া মঈনিয়া দাখিল মাদ্রাসা
- নুরুল উলুম আহমদিয়া রেজভিয়া দাখিল মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- খিরাম আবু হানিফা (রহ.) সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
খিরাম ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল খিরাম-নানুপুর সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। খিরাম ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সর্ত্তার খাল ও বিনাজুরী খাল।

আরও দেখুনঃ
দাঁতমারা ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

