জুঁইদণ্ডী বাংলাদেশের চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। জুঁইদণ্ডী ইউনিয়নের আয়তন ২,১৪৪ একর (৮.৬৮ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী জুঁইদণ্ডী ইউনিয়নের মোট জনসংখ্যা ১৭,৫৭৫ জন। এর মধ্যে পুরুষ ৮,৪৯৫ জন এবং মহিলা ৯,০৮০ জন। মোট পরিবার ৩,২৯১টি।
আনোয়ারা উপজেলার সর্ব-দক্ষিণে সাঙ্গু নদী দিয়ে ঘেরা জুঁইদণ্ডী ইউনিয়ন। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে বটতলী ইউনিয়ন; পূর্বে বরুমছড়া ইউনিয়ন, সাঙ্গু নদী, বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন ও সাধনপুর ইউনিয়ন; দক্ষিণে সাঙ্গু নদী ও বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়ন এবং পশ্চিমে রায়পুর ইউনিয়ন, সাঙ্গু নদী ও বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়ন অবস্থিত।

জুঁইদণ্ডী ইউনিয়ন | আনোয়ারা উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ
জুঁইদণ্ডী-ইউনিয়ন আনোয়ারা উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আনোয়ারা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- পশ্চিম জুঁইদণ্ডী
- উত্তর জুঁইদণ্ডী
- পূর্ব জুঁইদণ্ডী
- দক্ষিণ জুঁইদণ্ডী
- মধ্য জুঁইদণ্ডী
- খুরুশকুল
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জুঁইদণ্ডী-ইউনিয়নের সাক্ষরতার হার ২২.৬%। এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়,১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

- মাধ্যমিক বিদ্যালয়
- জে কে এস উচ্চ বিদ্যালয়
- জুঁইদন্ডী আদর্শ বিদ্যালয়
মাদ্রাসা
- জুঁইদণ্ডী আনোয়ারুল উলুম দাখিল মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
- উত্তর জুঁইদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ জুঁইদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব জুঁইদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য জুঁইদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়

জুইদণ্ডী-ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক আনোয়ারা-জুঁইদণ্ডী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। জুঁইদণ্ডী-ইউনিয়নের পূর্ব, দক্ষিণ ও পশ্চিম তিন পাশ দিয়েই বয়ে চলেছে সাঙ্গু নদী। এছাড়া ইউনিয়নের অভ্যন্তরে প্রবাহিত হচ্ছে আইরমঙ্গল খাল এবং জুঁইদণ্ডী খাল।
জুঁইদণ্ডী-ইউনিয়নের হাট-বাজারগুলো হল:
- বানু হাট
- জুঁইদণ্ডী চৌমুহনী বাজার
- গাবতল বাজার
- লামার বাজার।
আরও দেখুনঃ
বারশত ইউনিয়ন | আনোয়ারা উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

