দাঁতমারা বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। দাঁতমারা ইউনিয়নের আয়তন ১২,৩৬৭ একর (৫০.০৫ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দাঁতমারা ইউনিয়নের মোট জনসংখ্যা ৪৭,৫২৬ জন। এর মধ্যে পুরুষ ২৩,৪০০ জন এবং মহিলা ২৪,১২৬ জন। মোট পরিবার ৯,৪৩৬টি। ফটিকছড়ি উপজেলার উত্তরাংশে দাঁতমারা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২৭ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে বাগানবাজার ইউনিয়ন, দক্ষিণে নারায়ণহাট ইউনিয়ন এবং পূর্বে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়ন ও রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়ন পশ্চিমে মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন অবস্থিত।
দাঁতমারা ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ
জনশ্রুতি আছে যে, কোন এক সময় একটি পাগলা হাতি বড় একটি গাছে দাঁত দিয়ে আঘাত করেছিল। এরপর ঐ গাছকে দাঁতমারা বলা হত। পরবর্তীতে আশে পাশের এলাকা সমূহ দাঁতমারা হিসেবে পরিচিতি লাভ করে। এবং এ নামেই ইউনিয়নের নামকরণ করা হয়। উল্লেখ্য, দাঁতমারা বাজারকে স্থানীয়ভাবে এক সময় সাবর (সাহেবের) হাট বলে ডাকা হত।

দাঁতমারা ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ভূজপুর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি ৭টি মৌজায় বিভক্ত।২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দাঁতমারা ইউনিয়নের সাক্ষরতার হার ৪২.৯%। এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৫টি দাখিল মাদ্রাসা, ২৩টি প্রাথমিক বিদ্যালয় ও ৪টি কিন্ডারগার্টেন রয়েছে।
- কলেজ
- হেয়াকো বনানী ডিগ্রী কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- দাঁতমারা এ বি জেড সিকদার উচ্চ বিদ্যালয়
- বালুটিলা আদর্শ উচ্চ বিদ্যালয়
- শান্তিরহাট উচ্চ বিদ্যালয়
- হাসনাবাদ মদিনাতুল আরব উচ্চ বিদ্যালয়
- হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা
- দাঁতমারা মঈনুল উলুম দাখিল মাদ্রাসা
- বালুটিলা মোহাম্মদিয়া নূরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- শান্তিরহাট মিশকাতুন্নবী দাখিল মাদ্রাসা
- হেয়াকো রহমানিয়া দাখিল মাদ্রাসা
- হাসনাবাদ আহসানুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- ফারুকিয়াবাদ ইসলামিয়া মাদ্রাসা

- প্রাথমিক বিদ্যালয়
- ইসলামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর বারমাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- করলিয়া এম কে রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঘরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চেলাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জিলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তারাকো বনরূপা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- তারাকো রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- দাঁতমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধুলিয়াছড়ি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- নিচিন্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফারুকিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড় বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড়ইতলী রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- বালুটিলা আবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাংলাপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- বিজয় স্মরণী রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- মনুয়ারখীল রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- রত্নপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- সোনারখীল এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হেয়াকো সরকারি প্রাথমিক বিদ্যালয়

দাঁতমারা ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল নাজিরহাট-বাগানবাজার সড়ক এবং ফটিকছড়ি-বাগানবাজার সড়ক। এছাড়া সড়ক পথে ঢাকা-খাগড়াছড়ি জেলা রোডের ফেনী জেলা হয়ে বারইয়ারহাট টু করেরহাট ক্রস করে সামনে আসলেই দাঁতমারা ইউনিয়ন এরিয়াতে প্রবেশ করতে হয়।ওদিকে জেলা শহর চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে সরাসরি দাঁতমারা ইউনিয়নের উপর দিয়ে হেয়াকো টু বাগান বাজার সড়ক পথে বাস সার্ভিস রয়েছে। এখানে প্রায় সব ধরনের সড়ক যোগাযোগ বাহন পাওয়া যায়।
তবে সিএনজি চালিত অটোরিক্সা,ভাড়ায় মোটর বাইক,ব্যাটারি চালিত রিক্সার প্রচলন বেশী। দাঁতমারা-ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গজারিয়া খাল। দক্ষিণ জিলতলী থেকে শুরু হয়ে যুক্ত হয়েছে ফেনী নদীর সাথে। যাহা কয়লা খাল নামে পরিচিত দাঁতমারা-ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হলো বালুটিলা বাজার, জিলতলী বাজার, হেয়াকো বাজার, দাঁতমারা বাজার, শান্তিরহাট বাজার, নয়াবাদী বাজার, মুন্সিপাড়া বাজার এবং বড়বেতুয়া বাজার।

আর দেখুনঃ
ধোপাছড়ি ইউনিয়ন | চন্দনাইশ উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

17 thoughts on “দাঁতমারা ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ”