বড় উঠান বাংলাদেশের চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। বড় উঠান ইউনিয়নের আয়তন ৪,৩৯৩ একর (১৭.৭৮ বর্গ কিলোমিটার)। এটি কর্ণফুলি উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বড় উঠান ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৬,৩৯৬ জন। এর মধ্যে পুরুষ ১৮,৫০০ জন এবং মহিলা ১৭,৮৯৬ জন। মোট পরিবার ৬,৫১১টি।
কর্ণফুলী উপজেলার দক্ষিণাংশ জুড়ে বড় উঠান-ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে জুলধা ইউনিয়ন ও শিকলবাহা ইউনিয়ন, পূর্বে পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন ও আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন, দক্ষিণে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন ও বৈরাগ ইউনিয়ন এবং পশ্চিমে কর্ণফুলী নদী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড অবস্থিত।

বড় উঠান ইউনিয়ন | কর্ণফুলী উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ
বোয়ালখালী উপজেলার ১টি ইউনিয়ন, পটিয়া উপজেলার ৬টি ইউনিয়ন ও আনোয়ারা উপজেলার ১টি ইউনিয়নের আংশিক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় এনে ২০০০ সালের ২৭ মে কর্ণফুলী থানা গঠন করা হয়। পরবর্তীতে তন্মধ্য থেকে পটিয়া উপজেলাধীন চর লক্ষ্যা, জুলধা, চর পাথরঘাটা, বড় উঠান ও শিকলবাহা এ ৫টি ইউনিয়ন নিয়ে ২০১৬ সালের ৯ মে কর্ণফুলী উপজেলা নামে আলাদা উপজেলার স্বীকৃতি দেয় বাংলাদেশ সরকার।
বড় উঠান-ইউনিয়ন তৎকালীন পটিয়া উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ, বর্তমানে এটি কর্ণফুলী উপজেলার আওতাধীন। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্ণফুলী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ এর অংশ। এটি ৩টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- বড় উঠান
- দৌলতপুর
- শাহ মীরপুর
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বড় উঠান-ইউনিয়নের সাক্ষরতার হার ৫১.৭%। এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি অন্যান্য মাদ্রাসা ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

- মাদ্রাসা
- ফয়জুল বারী সিনিয়র ফাজিল মাদ্রাসা
- শাহ মীর (রহ.) ইসলামী একাডেমী
মাধ্যমিক বিদ্যালয়
- দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়
- মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- দেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দৌলতপুর এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দৌলতপুর দীঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দৌলতপুর ধরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম শাহ মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব শাহ মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড় উঠান এইচ এ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড় উঠান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শাহ মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
শিকলবাহা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-আনোয়ারা সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। বড় উঠান ইউনিয়নে ৩১টি মসজিদ, ৫টি ঈদগাহ, ২টি মন্দির, ২টি বিহার ও ১টি গীর্জা রয়েছে। বড় উঠান ইউনিয়নের পশ্চিম পাম দিয়ে বয়ে চলেছে কর্ণফুলী নদী। এছাড়া এ ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে বয়ে চলেছে কৈয়গ্রাম খাল। বড় উঠান ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল ফকিরনীর হাট, ফাজিল খাঁ’র হাট, মিয়ার হাট, জালতলা বাজার, প্রভাতী বাজার এবং বাদামতল বাজার। বড় উঠান ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:
- কোরিয়ান ইপিজেড
- বড় উঠান মিয়ার বাড়ী
- দেয়াং মরিয়ম আশ্রম
- কর্ণফুলী নদীর মোহনা

আরও দেখুনঃ
বারশত ইউনিয়ন | আনোয়ারা উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

