বরুমছড়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। বরুমছড়া ইউনিয়নের আয়তন ৫,৯২৭ একর (২৩.৯৯ বর্গ কিলোমিটার)। এটি আনোয়ারা উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন।0
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বরুমছড়া ইউনিয়নের মোট জনসংখ্যা ২০,০৬১ জন। এর মধ্যে পুরুষ ৯,৫৮২ জন এবং মহিলা ১০,৪৭৯ জন। মোট পরিবার ৩,৯১৩টি।

বরুমছড়া ইউনিয়ন | আনোয়ারা উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ
আনোয়ারা উপজেলার দক্ষিণাংশে বরুমছড়া-ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে জুঁইদণ্ডী ইউনিয়ন ও বটতলী ইউনিয়ন; উত্তরে বারখাইন ইউনিয়ন; পূর্বে বারখাইন ইউনিয়ন এবং দক্ষিণে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন ও সাঙ্গু নদী অবস্থিত। বরুমছড়া ইউনিয়ন আনোয়ারা উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আনোয়ারা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- বরুমছড়া
- নলদিয়া
- ভরাচর
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বরুমছড়া ইউনিয়নের সাক্ষরতার হার ৩৮.৫%। এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

- মাধ্যমিক বিদ্যালয়
- পশ্চিম বরুমচড়া আখতারুজ্জামান চৌধুরী বাবু উচ্চ বিদ্যালয়
- বরুমছড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা
- বরুমছড়া গাউছিয়া মুঈনুল উলুম দাখিল মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর বরুমছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম বরুমছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বরুমছড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বরুমছড়া উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বরুমছড়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বরুমছড়া জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বরুমছড়া নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বরুমছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
বরুমছড়া-ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক আনোয়ারা-বরুমছড়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
বরুমছড়া-ইউনিয়নে ৩২টি মসজিদ, ১০টি ঈদগাহ ও ৩টি মন্দির রয়েছে।
বরুমছড়া-ইউনিয়নের পূর্ব ও দক্ষিণ পাশ দিয়ে বয়ে চলেছে সাঙ্গু নদী। এছাড়া রয়েছে টিন্টি খাল।
বরুমছড়া-ইউনিয়নের প্রধান হাট/বাজার হল কানু মাঝির হাট। এছাড়া রয়েছে সওদাঘর দীঘির পাড় (বিয়ান বাজার)।

আরও দেখুনঃ
বারশত ইউনিয়ন | আনোয়ারা উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ
