বাহারছড়া ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। বাহারছড়া ইউনিয়নের আয়তন ৫,৪৯৬ একর (২২.২৪ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাহারছড়া ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৩,৭৬৩ জন। এর মধ্যে পুরুষ ১৬,০৭৮ জন এবং মহিলা ১৭,৬৮৫ জন। মোট পরিবার ৬,২৭৪টি।
বাঁশখালী উপজেলার মধ্য-পশ্চিমাংশে বাহারছড়া-ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে খানখানাবাদ ইউনিয়ন ও সাধনপুর ইউনিয়ন, পূর্বে কালীপুর ইউনিয়ন, দক্ষিণে কাথরিয়া ইউনিয়ন এবং পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত।

বাহারছড়া ইউনিয়ন | বাঁশখালী উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ
বাহারছড়া-ইউনিয়ন বাঁশখালী উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঁশখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৬ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- বাহারছড়া
- চাঁপাছড়ি
- ইলশা
- রত্নপুর
- বাঁশখালা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাহারছড়া-ইউনিয়নের সাক্ষরতার হার ৩৯.২%। এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা ও ১৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

- কলেজ
- পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রী কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- কামাল উদ্দীন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়
- পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়
- বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা
- পশ্চিম বাঁশখালী দারুল ইসলাম দাখিল মাদ্রাসা
- বাঁশখালী উম্মুল ক্বোরা দাখিল মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- ইলসা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর বাহারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চাঁপাছড়ি মজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চাঁপাছড়ি রাশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দীঘিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম ইলসা কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম চাঁপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম বাহারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম বাঁশখালা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব ইলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব বাহারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব রত্নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাঁশখালা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাঁশখালী আইডিয়াল প্রি ক্যাডেট ইন্সটিটিউট
- মধ্য ইলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রত্নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
বাহারছড়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক কালিপুর-বাহারছড়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। দুই দিকে যাতায়াত করা যায়। মোশারফ আলী মিয়ার বাজার হয়ে এবং বশির উল্লাহ মিয়াজির বাজার হয়ে। বাহারছড়া ইউনিয়নের অর্থনীতি কৃষি নির্ভর। ধান, বিভিন্ন ধরনের শাকসবজি উৎপন্ন হয় এ অঞ্চলের প্রধান কৃষিজাত ফসল। সিংহভাগ মানুষ বঙ্গোপসাগর থেকে মাছ ধরার কাজে নিয়োজিত এবং প্রবাসী। বাহারছড়া ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে চলেছে জলকদর খাল। বাহারছড়া ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল বশির উল্লাহ মিয়াজী হাট, মোশারফ আলী হাট এবং করিম বাজার।

আরও দেখুনঃ
দাঁতমারা ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ


15 thoughts on “বাহারছড়া ইউনিয়ন | বাঁশখালী উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ”