মোটরসাইকেল আরোহী নিহত পটিয়ায় মাইক্রোবাসের-ধাক্কায়,চট্টগ্রামের পটিয়া উপজেলায় মাইক্রোবাসের- ধাক্কায় মুসলিম উদ্দিন টিপু (৫০) নামে এক মোটরসাইকেল-আরোহী নিহত হয়েছেন।

মোটরসাইকেল আরোহী নিহত পটিয়ায় মাইক্রোবাসের ধাক্কায়
শনিবার সকালে চট্টগ্রাম কক্সবাজার-মহাসড়কের পটিয়ার বাদামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টিপু পটিয়া থানার হাইদগাঁও ইউনিয়নের মৃত খলিলুর রহমানের ছেলে।
নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে চট্টগ্রাম শহরে নিজ কর্মস্থলে যাওয়ার সময় বাদামতল এলাকায় একটি মাইক্রোবাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, বাদামতল এলাকায় একটি মাইক্রোবাসের-ধাক্কায় মুসলিম উদ্দিন টিপু নামের এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। পরে জেনেছি উনি মারা গেছেন।

আরো পড়ুন :
