রোসাংগিরী ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। রোসাংগিরী-ইউনিয়নের আয়তন ১,৭২৩ একর (৬.৯৭ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রোসাংগিরী ইউনিয়নের মোট জনসংখ্যা ১০,৯৬৫ জন। এর মধ্যে পুরুষ ৫,১২৭ জন এবং মহিলা ৫,৮৩৮ জন। মোট পরিবার ২,০৯২টি।
ফটিকছড়ি উপজেলার দক্ষিণাংশে রোসাংগিরী-ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে সমিতিরহাট ইউনিয়ন, পূর্বে সমিতিরহাট ইউনিয়ন ও নানুপুর ইউনিয়ন, উত্তরে লেলাং ইউনিয়ন এবং পশ্চিমে নাজিরহাট পৌরসভা, হালদা নদী ও হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন অবস্থিত।

রোসাংগিরী ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ
রোসাংগিরী-ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ১৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ফটিকছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত:
- আজিমনগর
- রোসাংগিরী
কথিত আছে এক সময়ে এতদঞ্চল মগদের রাজ্য হিসাবে পরিচিত ছিল। তৎসময়ে অত্র ইউনিয়নে রোসাং নামের এক মগ রাজা ছিলেন। তিনি এত ব্যাপক ভাবে পরিচিত ছিলেন যে যার ফলশ্রুতিতে রোসাং রাজার নামে এই রোসাংগিরী-ইউনিয়নের নামকরণ হয়।
ব্রিটিশ শাসনামলের গুরুদাশ শীল প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে রোসাংগিরী-ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়নের চেয়ারম্যানকে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। তখন থেকে রোসাংগিরী সমিতিরহাট একটি অবিভক্ত ইউনিয়ন ছিল। স্বাধীনতার পরবর্তী ১৯৭২ সালে অত্র ইউনিয়ন বিভক্ত হয়ে রোসাংগিরী ইউনিয়ন নামে একটি স্ব-শাসিত ইউনিয়ন গঠিত হয়।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রোসাংগিরী ইউনিয়নের সাক্ষরতার হার ৫৯.৭%। এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ৭টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি এবতেদায়ী মাদ্রাসা রয়েছে।

- মাধ্যমিক বিদ্যালয়
- আজিমনগর আহমদিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয়
- রোসাংগিরী উচ্চ বিদ্যালয়
- রোসাংগিরী বালিকা উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা
- রোসাংগিরী শাপলা পুকুর পাড় দাখিল মাদ্রাসা
- আনোয়ার আজিম মাস্টার বাড়ী নূরানী মাদ্রাসা
- ফোরক রাবেয়া মোমেনা এবতেদায়ী মাদাসা
- প্রাথমিক বিদ্যালয়
- আজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর রোসাংগিরী আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর রোসাংগিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রোসাংগিরী আরবানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রোসাংগিরী পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রোসাংগিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সাকের আলী প্রাথমিক বিদ্যালয়
রোসাংগিরী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক নাজিরহাট-রোসাংগিরী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। রোসাংগিরী ইউনিয়নে ২২টি মসজিদ ও ১০টি মন্দির রয়েছে। রোসাংগিরী ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে হালদা নদী। এছাড়াও এ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধুরুং খাল, তেলপারই খাল, কাটাখালী খাল এবং রোসাংগিরী বিলের নাসী। রোসাংগিরী ইউনিয়নের প্রধান হাট/বাজার শীলের হাট।

আরও দেখুনঃ
দাঁতমারা ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ
