লেলাং ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। লেলাং ইউনিয়নের আয়তন ১১,০৬২ একর (৪৪.৭৭ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী লেলাং ইউনিয়নের মোট জনসংখ্যা ২৫,০৭৮ জন। এর মধ্যে পুরুষ ১১,৬৮৪ জন এবং মহিলা ১৩,৩৯৪ জন। মোট পরিবার ৪,৯৬২টি।
ফটিকছড়ি উপজেলার পূর্বাংশে লেলাং ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে কাঞ্চননগর ইউনিয়ন, পশ্চিমে ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভা, দক্ষিণে রোসাংগিরী ইউনিয়ন ও নানুপুর ইউনিয়ন এবং পূর্বে খিরাম ইউনিয়ন ও খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়ন অবস্থিত।

লেলাং ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ
লেলাং ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ১৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ফটিকছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- শাহনগর
- লেলাং
- গোপালঘাটা
- রায়পুর
- দমদমা
- ফেনুয়া
- কুতুবছড়ি
অত্র ইউনিয়নের অন্তর্ভুক্ত এবং ইউনিয়নের উত্তর ও পশ্চিম সীমান্ত দিয়ে বয়ে যাওয়া লেলাং খালের নামানুসারে এই ইউনিয়নের নামকরণ হয়েছে। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী লেলাং ইউনিয়নে সাক্ষরতার হার ৫১.৪%। এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি মাদ্রাসা ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

- মাধ্যমিক বিদ্যালয়
- গোপালঘাটা উচ্চ বিদ্যালয়
- মাইজভাণ্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়
- শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা
- নুরুল উলুম গাউছিয়া মুনিরিয়া দাখিল মাদ্রাসা
- বন্দে রেজা আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা
- শাহনগর দারুল উলুম মাদ্রাসা
- শাহনগর মদিনাতুল উলুম মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর গোপালঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গোপালঘাটা এম আর সি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তোফেল আহমদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পাট্টিলাকুল শাহ হাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফেনুয়া টি এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাইজভাণ্ডার আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সন্ন্যাসীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়

লেলাং-ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ফটিকছড়ি-রাউজান সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। লেলাং-ইউনিয়নে ৪১টি মসজিদ ও ১টি মন্দির রয়েছে। লেলাং-ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজার হল আদর্শ বাজার, আনন্দ বাজার, ইসলামিয়া বাজার, চাড়ালিয়া হাট, নয়াহাট বাজার এবং সন্যাসীর হাট বাজার।
লেলাং-ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:
- ফেনুয়া চা বাগান; ফেনুয়া গ্রামে অবস্থিত।
- হাদী বাদশাহ আউলিয়ার মাজার; শাহনগর গ্রামে অবস্থিত।
- বন্দেরাজা গায়েবী শাহে জামে মসজিদ
আরও দেখুনঃ
দাঁতমারা ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

