বটতলী ইউনিয়ন | আনোয়ারা উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

বটতলী ইউনিয়ন, আনোয়ারা বটতলী-ইউনিয়নের আয়তন ২,৯৩৫ একর (১১.৮৮ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বটতলী-ইউনিয়নের মোট জনসংখ্যা ২৩,৬৩০ জন। এর মধ্যে পুরুষ ১১,৫৭৬ জন এবং মহিলা ১২,০৫৪ জন। মোট পরিবার ৪,৬৫৯টি।

আনোয়ারা উপজেলার পশ্চিম-মধ্যাংশে বটতলী-ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৪ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে বৈরাগ ইউনিয়ন, পশ্চিমে বারশত ইউনিয়ন, দক্ষিণে রায়পুর ইউনিয়ন ও জুঁইদণ্ডী ইউনিয়ন এবং পূর্বে বরুমছড়া ইউনিয়ন ও বারখাইন ইউনিয়ন অবস্থিত।

 

বটতলী ইউনিয়ন | আনোয়ারা উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

বটতলী ইউনিয়ন | আনোয়ারা উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

বটতলী-ইউনিয়ন আনোয়ারা উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আনোয়ারা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  1. আইরমঙ্গল
  2. বটতলী
  3. চাঁপাতলী
  4. পশ্চিম বরৈয়া
  5. পূর্ব বরৈয়া
  6. পূর্ব তুলাতলী

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বটতলী ইউনিয়নের সাক্ষরতার হার ৪৪.৮%। এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

কলেজ
  1. শাহ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজ
    মাধ্যমিক বিদ্যালয়
  1. পূর্ব বরৈয়া টি এম সি উচ্চ বিদ্যালয়
  2. বটতলী শাহ মোহছেন আউলিয়া উচ্চ বিদ্যালয়

 

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

    মাদ্রাসা
  1. বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহ.) ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসা
    প্রাথমিক বিদ্যালয়

  1. আইরমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. চাঁপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. ছিরাবটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. তুলাতলী আইরমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. পশ্চিম বরৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  6. পূর্ব বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  7. পূর্ব বরৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  8. বটতলী শাহ মোহছেন আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

 

বটতলী ইউনিয়নে ২৯টি মসজিদ, ৮টি ঈদগাহ ও ১১টি মন্দির রয়েছে। বটতলী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক আনোয়ারা-বটতলী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। বটতলী ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলেছে বটতলী বাজার সংলগ্ন খাল ও মমতাজ পাড়া খাল। বটতলী ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল বটতলী রুস্তম হাট এবং পূর্ব বরৈয়া আন্নর আলী সিকদার হাট।

 

বটতলী ইউনিয়ন | আনোয়ারা উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

 

Leave a Comment