কুসুমপুরা বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। কুসুমপুরা ইউনিয়নের আয়তন ২,২০৫ একর (৮.৯২ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কুসুমপুরা ইউনিয়নের মোট জনসংখ্যা ৩০,৯০৮ জন। এর মধ্যে পুরুষ ১৫,২৫৯ জন এবং মহিলা ১৫,৬৪৯ জন। মোট পরিবার ৫,৭৩২টি।
পটিয়া উপজেলার পশ্চিমাংশে কুসুমপুরা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৯ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে হাবিলাসদ্বীপ ইউনিয়ন ও কোলাগাঁও ইউনিয়ন, পশ্চিমে জিরি ইউনিয়ন, দক্ষিণে জিরি ইউনিয়ন ও কাশিয়াইশ ইউনিয়ন এবং পূর্বে বড়লিয়া ইউনিয়ন ও জঙ্গলখাইন ইউনিয়ন অবস্থিত।

কুসুমপুরা ইউনিয়ন | পটিয়া উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ
কুসুমপুরা ইউনিয়ন পটিয়া উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পটিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১২ এর অংশ। এটি ৭টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- কুসুমপুরা
- থানামহিরা
- বিনানিহারা
- গোরনখাইন
- হরিণখাইন
- মনসা
- মেহেরআটি
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কুসুমপুরা-ইউনিয়নের সাক্ষরতার হার ৫৭.৩%। এ ইউনিয়নে ১টি স্কুল এন্ড কলেজ, ১টি আলিম মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

- স্কুল এন্ড কলেজ
- মনসা স্কুল এন্ড কলেজ
মাদ্রাসা
- মনসা ইসলামিয়া আলিম মাদ্রাসা
- মেহেরআটি নূর উদ্দীন শাহ (রহ.) দাখিল মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়
- কুসুমপুরা উচ্চ বিদ্যালয়
- চিটাগাং আইডিয়াল উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর হরিণখাইন জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কুসুমপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গোরনখাইন সুলতানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- থানামহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম কুসুমপুরা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব মনসা আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বিনিনিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মনসা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মেহেরআটি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হরিণখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
কুসুমপুরা-ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। কুসুমপুরা-ইউনিয়নে ৪৮টি মসজিদ, ১টি মন্দির ও ১টি বিহার রয়েছে। কুসুমপুরা-ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আরাকান খাল। এই খালের উপর নির্ভর করে এই উপজেলা সহ পুরো পটিয়া পৌরসভার কৃষি ব্যবস্থা। তাই এই খালকে পটিয়ার প্রাণ বলা হয়। আবার জনশ্রুতি আছে যে, এই খালের সংযোগ কর্ণফুলি থেকে হওয়ায় একে পটিয়ার দুঃখ বলা হয়ে থাকে। কুসুমপুরা-ইউনিয়নের প্রধান হাট/বাজার শান্তিরহাট বাজার।

কুসুমপুরা ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:
- পেঠান সর্দার জামে মসজিদ
- ছৈয়দ আহমদ চৌধুরীর পুরাতন বাড়ী
- হযরত শাহসুফী চাঁন মিয়া (রহ.) মাজার
আর দেখুনঃ
ধোপাছড়ি ইউনিয়ন | চন্দনাইশ উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ

